¡Sorpréndeme!

Rahul Gandhi এর কটাক্ষ, \'প্রধানমন্ত্রীর কাছে মণিপুর ভারত নয়\'

2023-08-09 5 Dailymotion

বুধবার লোকসভায় হাজির হন রাহুল গান্ধী। লোকসভায় হাজির হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে বিতর্কে অংশ নেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধী বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মণিপুর প্রসঙ্গের অবতারণা করেন।